এমন করেই বসন্ত আসুক জীর্ণ স্মৃতি পড়ুক
ঝরে,
বেরঙিন হৃদয়টা মরচে ধরুক, আবার যদি কখনো মনে পড়ে।
এমন করেই বইয়ের ভাঁজে গোলাপ আজ শুকনো কাঠ,
ফিরতে চাইলে মনে রেখো গত শীতে চুকিয়ে দিয়েছ তোমার পাঠ।
ছেঁড়া পাতায় কবিতা থাকুক, পাঠিকা হোক অন্য কেউ ,
এই পরিচিত তীরে ভাটা পরুক, নোনা জলের
সাথে বিচ্ছেদ হোক ভালো থাকুক মরা নদীর ঢেউ।
তুমিও এবার ভালো থেকো এই নতুন রজনীগন্ধার বৈশাখে,
সম্ভব হলে ভুলে যেও, মনে রেখো না এই অপরিচিত আমাকে।
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
২১/১০/২০২৪