বাড়ির কাছে ওই বৃদ্ধ মানুষটার শরীরে বাসা বেঁধেছে এক কঠিন রোগ,
জ্বালা যন্ত্রনা কষ্ট খুব সে করছে ভোগ।
জরা জীর্ণ দেহটা পড়ে আছে এক নির্জন কোণে,
একাকি যেন ভাবছে নিজে আনমনে।
আগের মতো করতে পারে না আর পরিশ্রম,
তাই বোধহয় যেতে হচ্ছে ওই বৃদ্ধাশ্রম।
তাঁর কাছে নেই আর শক্তির রেশ,
দেহটাতে এসেছে আজ বৃদ্ধের বেশ।
ছেলেমেয়ের প্রতি নেই আর দায়িত্বের অধিকার মনের ইচ্ছে মতো করতে পারে না আবদার।
বৃদ্ধ মানুষটা করেছে শত ডাকাডাকি,
সবাই আজ দিচ্ছে তাকে ফাঁকি।
তাঁর প্রশ্নের উত্তরে দেয় না কেউ সাড়া,
বেলা শেষে সে বড্ড দিশেহারা।
পেকেছে মাথার ওই এক গাছা চুল,
প্রতিটা কাজে এখন হচ্ছে শুধু ভুল।
জীবনের সাহ্নানে ঝরছে তাঁর মাথার ঘাম,
বেলা শেষে কেউ দেবে না দাম ?
মল্লিকপুর, স্বরূপনগর।