সকাল থেকে আকাশ কালো,
আমার শহর ব্যস্ত খুব
গভীর ভাবে ভাবতে থাকি,
তোমার জন্য আর কত হব উৎসুক?
আজ তবে সাক্ষী থাকুক শাল অশ্বথ
বটের পেয়াদারা
পাশে থেকো সব বিপদে ,
গহীন পথে চলতে গিয়ে যদি
হয়ে পড়ি দিশেহারা।

বারাসাত উত্তর ২৪ পরগনা
৫ই মার্চ ২০২৫