আমার পড়ার টেবিল জুড়ে
ছড়িয়ে আছে তোমার সব গল্পের বই  ,
সাতসকালে ঘুম ভাঙ্গানো চোখে দেখছি
প্রচ্ছদের পরের পাতায় তোমার নীল কলমের সই ।
আমার চার দেওয়ালের কোণে ধূসর মলাটের
নিচে অব্যক্ত সব কথাদের বসবাস,
তোমার অভিধানের শব্দেরা অসম্মতির
সমাপতনে ফেলছে অমোঘ দীর্ঘশ্বাস।

বারাসাত উত্তর ২৪ পরগনা
১৭ই মার্চ ২০২৫