কোনো এক রুপোলী রোদের আলোয়
দূর থেকেই তোমারে দেখেছি,
শুধু তোমারই জন্য
বর্ষায় ভিজে আকাশ কুসুম রামধনুর
রঙে তোমারেই এঁকেছি।
আমার মনের দোয়াতের কালি দিয়ে
লিখেছিলাম ভালোবাসার গান,
শুধু তোমাকেই শোনাবো বলে
করেছি যে তোমারেই আহ্বান।
আমি আকাশ প্রদীপ হয়েই জ্বেলেছি
চাঁদের জোছনা আর সন্ধার শুকতারা ,
শুধু তোমারই জন্য দিয়েছি আলো
আসার পথে হয়ো না দিশেহারা।
সখি শুধু তোমারই জন্য
আগামী বসন্তে তোমারেই উপহার দেবো অনন্য।
এক ভালোবাসার সংকলনে তোমারই জন্য
লিখবো প্রেমের গল্প ,
না হয় একটু তুমিই প্রথম পড়ে দেখো অল্প।
মল্লিকপুর, স্বরূপনগর।