যেদিন সমাজ তার মা বোনদের প্রতিনিয়ত
সম্মান দিতে পারবে,
সেদিন শরৎ এর আগমনীর পূজা সার্থক
হবে বরং আড়ম্বর নামক থিমে নানান
সংঘ গুলো সত্যিই হারবে।
যেবার শারদীয়ার উৎসব প্রাঙ্গণে বিশাল
শিরোনামা ছাপানো শব্দ টানানো হবে না,
সেবার ছেলে মেয়েদের নিয়ে প্রকৃত
পক্ষে মর্তে আসবে আমাদের মা।
যে শরৎ এ ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে
উপভোগ করা হবে দুর্গা পূজা,
সেই শরৎ এ অকাল বোধনে প্রকৃত
পক্ষে পূজিত হবে দেবী দশভূজা।


মল্লিকপুর, স্বরূপনগর
২০/১০/২০২৩