কয়েকটা স্মারক, উত্তরীয়,মেডেল,আর সুসজ্জিত
কলকাতার নামী দামী মঞ্চে
লোক দেখানো সম্মাননা দেওয়ার জন্য
খুব স্বল্প মূল্যে আপনারা বিক্রি হয়ে গেছেন আজকের দিনের সব অকবিদের কাছে।
হ্যাঁ ক্যান্সার এর চেয়েও ভয়ানক রোগ
- সাহিত্যের অসুখ,
আপনাদের চেতনাকে আক্রান্ত করেছে,
নববর্ষ সংকলন, শারদীয়া সংখ্যা থেকে শুরু করে কলকাতায় বই মেলায় আপনাদের রোগের জীবাণু সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
অকবি থেকে কবি হওয়ার আশায় যারা টাকার পর টাকা ঢেলে যাচ্ছে আপনাদের পেছনে তাদের কথা না হয় বাদই দিলাম,
ওরা খুব হাসিমুখে টাকার বিনিময়ে কেনা সম্মাননা
হাতে নিয়ে নিজেদের ছবিতে কবি সাহিত্যিক এমনকি লেখক লেখিকা বলে জাহির করেন।
তবে সাহিত্যের উপসংহারে আর ঠিক কি পড়ে থাকলো একথা যখন ভাবতে যান তখন দেখেন,
সাহিত্যের অসুখ যাদের আক্রমণ করতে পারেনি তারাই প্রকৃত মূল্য দেয় তাদের সৃষ্টিকে তাদের লেখাকে,
আর যাই হোক এঁরা তো নিজেদের শিল্প সত্তাকে বিক্রি করে দিতে পারে না আপনাদের কাছে।
10/11/2024
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা