সাহিত্য তোমার উজ্জ্বল দুয়ার থেকেই
সাহিত্যিকদের কলমে এসেছে প্রতিভার আলো ,
সাহিত্যের অপরূপ জগতে এ প্রদীপ শিখা
নিভে গিয়ে ঘনিয়ে আসছে কালো।
আজ যেন মানুষই ভুলতে বসেছে তার আভিজাত্য,
দৈনিক চর্চা হিসেবে বাদ যাচ্ছে সাহিত্য।
ক জনই বা বই খুলে গল্পের বই পড়ে?
কবি সাহিত্যিকদের ছবি রাখে কতো জন ঘরে ?
কবিরা কি মূল্য পায় এ সমাজের বুকে ,
পাঠকেরা যদি আনন্দ পায় তবেই কবির মন ভরে যায় সুখে।
কবি মনিষীদের বানী কতজনই বা মানে,এই হিসেবের উওরই বা কত ?
তবু মান অভিমানে সুখ দুঃখে লিখছে তাঁরাই অবিরত।
সাহিত্য তাঁর সৃষ্টিতে করছে মানুষের জীবন
যাত্রার বিন্যাস,
জনাকয়েকই পড়ছে তাদের সব উপন্যাস।
সাহিত্যকে ভালোবেসে ঝরাচ্ছে মাথার ঘাম,
সবাই কি দিচ্ছে তাদের সঠিক দাম?
মল্লিকপুর, স্বরূপনগর