হঠাৎ দমকা হাওয়ায় বিবর্ণ সন্ধ্যায়
মোমবাতি নিভে গেছে ,
ধূসর ধোয়া বয়ে যাচ্ছে আমার পাশের জানলা দিয়ে অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছি।
শরীরের তাপমাত্রা মাপতে ব্যস্ত বাম অলিন্দের পারদ ,
হতাশার সমুদ্রে ভেসে আছি গত এক শতাব্দি ধরে
গত রাতের যুদ্ধে হারিয়ে গেছে মানবিক সত্তা
এখন ক্ষুধার্ত জন্তুর মত অনির্দিষ্ট পথে হেঁটে যাচ্ছি আমি
বারাসাত উত্তর ২৪ পরগনা
৩১ শে মার্চ ২০২৫