সাতসকালের ঘুম ভাঙ্গানো চোখে
দেখছি উঠছে ধোঁয়া এক পেয়ালা চায়ে,
ভোরের স্বপ্নে বিভোর হয়েছি আমি
ঘুম কেড়েছে সে কোলাহলে ওই যে নূপুর তার পায়ে।
স্নিগ্ধ দুপুর বইছে দমকা হাওয়া
ভেসে আসছে তাঁর এক চিলতে রোদ্দুরের আলো,
আমার ক্যানভাস জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি
রঙিন জীবন রাত দুপুরে হচ্ছে অগোছালো।
সন্ধ্যা নামে আমার শহর জুড়ে
লেখা হচ্ছে বেলাশেষের উপন্যাসের প্রথম স্বীকারোক্তি
ফুরিয়ে যাচ্ছে আমার সময় টুকু
বাঁধনছাড়া হয়ে যাচ্ছ তুমি প্রেম পাবে না মুক্তি?
সম্পর্ক জুড়ে নামছে রাতের গহীন মাত্রা
শরীরে পারদ শুধু খুঁজছে উচ্চতা,
মৃত্যু বসবাস করে পূর্ণচ্ছেদের আগে
জমে থাকে অমোঘ পরিস্থিতিতে নীরাবতা।
বারাসাত উত্তর ২৪ পরগনা
১৮ মার্চ, ২০২৫