তোমার দৃষ্টিকোণের মাধুর্যতায় বুঝেছি
প্রেমের সংজ্ঞা,
আমার এ বিরহের শহরে তা কখনো
করিনি অবজ্ঞা।
তোমার গাম্ভীর্যতার প্রতিমূর্তি বসন্তের
শ্রেষ্ঠ ভাস্কর্য,
আমার ভালবাসার প্রথম দেখায় হয়েছিলাম
আশ্চর্য।
তোমার মৃদুস্বর জানিয়েছিল হৃদয় বিনিময়ের আহ্বান,
আমার স্বতঃস্ফূর্ততার কি দিয়েছে
প্রতিদান?
তোমার স্পর্শ অনুভূতির সীমারেখায়
স্থির নয়,
আমার তবে একি অন্তত কালের
প্রনয়?
তোমার মাদকতা অনুভব করি জীবনের
শেষ প্রান্তে,
আমার আসক্তি সৃষ্টিকারী নারীই পারে
তা জানতে।
তোমার শত শ্বাশত পূর্ণ লাবন্যে অভিনব
মুগ্ধতায়,
আমার সব নীরব কথা আবেগ মাখা
স্তব্ধতায়।
তোমার দীর্ঘশ্বাসে তৈরি হয়েছে সম্পর্কের কালবৈশাখী,
আমার কাছে পরের জন্মে আবার আসবে আশারাখি।
তোমার উপস্থিতি বাস্তব জীবনে ধ্রুবসত্য,
আমার ভাঙা হৃদয়ের ইতিহাস বলবে হৃদয়হীনার তত্ব?
মল্লিকপুর, স্বরূপনগর।
10/04/2024