তুমি তো সেই কবেই চলে গেছো এই চেতনা
অবক্ষয়ের প্রান্তর থেকে, ফিরতেই হবে এমনটা নয়,
তোমার বদলে অন্য কেউ আসুক,
আমি এখন বড্ড একা
কেমন জানো গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে ফাঁকা মাঠে
বাতাস যেমন একা ঠিক তেমন।
তুমি তো গত বসন্তে একরাশ অভিমান নিয়ে নিজের উপস্থিতি আবছা করেছো,
একসঙ্গে আবার থাকতে ইচ্ছে করছে তা ঠিক না,
নতুন কেউ একজন আসুক হাতে গোলাপ, মনে প্রেম আর ব্যাহিক ব্যবহারে সহিষ্ণুতা নিয়ে,
আমি খুব একা কেমন জানো
বসন্ত রং ছাড়া যেমন বেরঙিন ঠিক তেমন।
তবে নতুন মানুষটাকে গ্রহন করা একটু কষ্টকর কেন জানো পার্থক্যটা যে ভালোবাসায়।
30/10/2024
বারাসাত,
উত্তর চব্বিশ পরগনা