বসন্ত এসে ফিরে গেছে তাঁর নির্দিষ্ট গন্তব্যে,
রেখে গেছে আমার কাছে অমোঘ ক্যানভাসের স্মৃতি
বেরঙিন জীবনের শেষ পাতা ধূসর হয়েছে ।
কয়েক শতাব্দী আগে বসন্ত এসে ফিরে গেছে
শূন্যতার গহ্বরে, শুকনো পাতা ঝরে গেছে
শেষবেলায়, এখন ফাগুনের রোদে বসন্তের ছায়া ক্রমশ পরস্পর বিপরীতমুখী।

বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা
১৪ ই মার্চ ২০২৫