আমাকে নিস্তব্ধতার সূক্ষ্ম অস্ত্রে দুখণ্ড করে দাও,
হৃদস্পন্দনের ছন্দপতন ঘটাও তোমার অসীমে।
চূর্ণ-বিচূর্ণ করো বাহ্যিক আস্ফালনের কারুকার্যদের,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নক্ষত্রদের মতো আমার সন্ধিবিচ্ছেদ করো জীবনের ব্যাকরণে।
এই শরীরের সমস্ত শিরা-উপশিরার সমাবেশে বেঁধে ফেলো আমার কবিতার পান্ডুলিপিকে ,
তপ্ত রোদে আমাকে ফেলে রেখো মিশরের পিরামিডের এক কোণায়।
একটা শতাব্দি পর আমি জন্মাবো মৃত্যুর প্রাক্কালের যন্ত্রণার উপশমের জন্য।

বারাসাত উত্তর ২৪ পরগনা
৫ ই মার্চ ২০২৫