আমি ছুটে যাই বহুদূরে বারে বারে,
তবু আসি গো ফিরে আমার মায়ের দ্বারে।
মায়ের স্নেহ ভালোবাসার সূচনায়,
সন্তানের মাতৃভক্তি আঙিনায়।
কতশত মা থাকে কেন ওই বৃদ্ধাশ্রমে ?
তুমি থেকে যেও মা আমার কুঁড়েঘরের
আনন্দ আশ্রমে।
আমার মা বলে খোকা যখন আমি থাকবো না, তবুও তুই করবি আমার কথা মনে মনে কল্পনা। অবশেষে এসব শুনে দু চোখ মুছি মায়ের আঁচলে।
মল্লিকপুর, স্বরূপনগর।
07/05/2024