কখনো বসন্তের শেষে, অথবা শরতের প্রথম সকালে
জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দেওয়া হয়
কোন শর্মিষ্ঠাকে ,
তবে জীবনের বেলা শেষে নিজেকে এতোটুকুও ভালোবাসতে পারি না ,বললে ভাল হয় ভালবাসতে চেষ্টা করি না।
নিজের অমোঘ পারিপার্শ্বিক বৃত্তের কেন্দ্রে সবাইকে তো আগলে রাখতে হয়,
তবে প্রতিকূল স্রোতে মোহনার দিকে ভেসে যাওয়া
নিজস্ব সত্তাকে সেভাবে যত্ন করা হয় না ।
ভরদুপুরে কোন পরিচিত আত্মীয়র আসা ফোনে তাকে জিজ্ঞেস করি কেমন আছো?
তবে গোটা বছরের মধ্যে একদিনও নিজেকে জিজ্ঞেস করার সময় হয় না কেমন চলছে সবকিছু?
পরিবার থেকে শুরু করে অফিস আত্মীয়-স্বজন সবকিছু নিজেকে দেখতে হয় ,
তবে কোন মাঝ রাতে একলা ঘরে আয়নায় নিজেকে মন ভরে দেখা হয় না ।
একবার হলেও সকলের জন্য আনন্দ হইহুল্লোড় এর কত বন্দোবস্ত করি করি প্রতিসপ্তাহে,
তবে নিজেকে কখনো সুখ-শান্তির গহবরে ঠেলে দিতে পারি না ,
জানিনা কেন নিজেকে কখনো ভালবাসতে পারিনা হয়তো, আমার এই ব্যর্থতার নামই হয়তো জীবন ।
বারাসাত উত্তর চব্বিশ পরগনা
২১ মার্চ ২০২৫