যে মানুষটা তোমায় অসম্মতির কারণ পুঙ্খানুপুঙ্খ
বিশ্লেষণ করেছে ক্যান্টিনে শান্ত স্বরে , তাঁর জন্য
ঘরের এক কোণে নোনা জলে ভিজে যাওয়া পৃষ্ঠায় কবিতা লিখবে ?
যে মানুষটার আলাপচারিতায় মুগ্ধ হয়ে আগামী ভবিষ্যৎ কে নিয়ে অনেকটা স্বপ্ন দেখেছিলে,
তাঁর একটা ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য নিজের জীবনের মূল্য এভাবে দেবে?
যে মানুষটা সেই প্রথম দিন হাতের উপর হাত বাড়িয়ে দিয়ে বলেছিল কথা দিলাম, সে কথা রাখেনি বলে অমোঘ পরিস্থিতির দোড়গোড়ায় পৌঁছে জীবনের সর্বোত্তম দরজাটা বন্ধ রাখবে চিরকাল ?
যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে নির্দিষ্ট গন্তব্যে,
তাঁর জন্য রাতদুপুরে মাথার উপর নিকোটিনের ধোয়ায়
অকারণে কেন কুন্ডলী পাকাবে?
তাঁর সঙ্গে সংসার করতে পারোনি ক্ষতি কি তাতে ?  
এখানেই তো জীবনের সবকিছু থেমে যায়নি,
আগামী উজ্জ্বল ভবিষ্যৎ তোমার অপেক্ষায়, রঙিন জীবন নিয়ে দাঁড়িয়ে আছে এগিয়ে যাও ।

১০ই মার্চ ২০২৫
বারাসাত উত্তর ২৪পরগনা