জীবনের কয়েকটা পৃষ্ঠা বড্ড এলোমেলো হয়েছে
এতদিনে,
বিনিদ্র সময় দুঃখ কষ্ট যোগ করেছে আমার সঙ্গে ,
ভালোবাসা, অনুরাগ সেসব সরলীকরণের মতো মিশে গেছে ঘাত প্রতিঘাতে ,
সেই কবেই বিয়োগ হয়েছে সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি।
জীবনের কয়েকটা পৃষ্ঠা বড্ড এলোমেলো হয়েছে
এতদিনে,
কখনো লাভ ক্ষতির হিসেব রাখা হয়নি আর,
অসহ্য মানবিক যন্ত্রণা দিগুন হয়েছে বহুদিন হলো,
সব কিছু পাওয়ার মনে ইচ্ছে ছিল একদম একশো শতাংশ।
জীবনের কয়েকটা পৃষ্ঠা বড্ড এলোমেলো হয়েছে
এতদিনে,
আমার সৃষ্টির নিপুনতা সব প্রাপ্তি ভাগ করে নিয়েছে,
গত ছয় বছরে প্রেম এসেছে গড়ে চার বার,
প্রায় প্রতিদিনই সহিষ্ণুতা আর বিষন্নতা ভগ্নাংশ আকরে বসতে চায় আমার পাশে।
জীবনের কয়েকটা পৃষ্ঠা বড্ড এলোমেলো হয়েছে
এতদিনে,
এই ক্ষুধার্ত চেতনায় মিশ্রন বলতে আছে শুধু অসহ্য সুখ,
গোটা জীবনের ভাগশেষে পড়ে থাকল শূন্য ,
বেলাশেষে এক চিলতে রোদ্দুরের আলোয় দেখি
জীবনের প্রতিটা পৃষ্ঠায় ভুল অঙ্ক কষে ফেলেছি আমি।
22/11/2024
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা