একটা সময়ের পর ,
জীবনের রংটা কেমন যেন ধূসর হয়ে আসে
আটপৌরে স্বভাব আর দুবেলার ডাল ভাতে ,
শরীর ও মনের গহবর পূরণ হয় কোনোমতে।
একটা সময়ের পর ,
নিরবিচ্ছিন্ন একাকিত্বের স্বাদ পরিবর্তন হয় তারপর
গাম্ভীর্যের সূক্ষ্মতায়  ভালোবাসা আসে যায় কালের নিয়মে, আস্তে আস্তে ক্যানভাসের সব স্মৃতি মুছে যায়।
একটা সময়ের পর,
সমস্ত অভাব আর নুনের সঙ্গে তুলনা করা যায় না
সচ্ছলতায় নিজেকে নতুন করে গড়ে তুলতে হয় প্রতিদিন, অমোঘ পরিস্থিতির সম্মুখে পরাজিত হই।
একটা সময়ের পর,
কথা না রাখতে পেরে হেঁটে যেতে হয় গন্তব্যস্থলের
দিকে, দোষারোপ করি ভাগ্যকে তখন চিনতে হয়
গোটা পৃথিবী গোটা সমাজকে নিজের মতো করে।
একটা সময়ের পর
ভাঙা কাঁচের সূক্ষ্ম কণার মতো ভেঙে যায় সব আশা প্রত্যাশা , সময় বয়ে যায় নিরন্তর অনুকূল এর বিপরীতে, জীবনের মোহনায় অপেক্ষা করে মৃত্যু।

বারাসাত উত্তর ২৪ পরগনার
১৭ই ফেব্রুয়ারি ২০২৫