শুনছো বসুন্ধরা আমি নববর্ষের দিন
দূর থেকে তোমায় দেখেছিলাম,
দেখেছিলাম তুমি সেদিন এক নামিদামি
মঞ্চে নৃত্য পরিবেশন করছিলে,
আমার ব্যস্ততার কারনে তখন তেমন
ভালো ভাবে আর দেখা হয়নি।
আমি অন্তত একবার তোমার নৃত্য
দেখতে চাই আবার যেদিন তুমি কোথাও নৃত্য পরিবেশন করবে সেদিন তোমার সাথে
নেবে তো আমায়?
আমি শুনেছি গত শ্রাবনের এক বেলাশেষে
তুমি শ্রাবণ ধারায় ভিজেছো,
আগে কখনো আমার বৃষ্টিতে ভেজা হয়নি
আমি তোমার সাথে বৃষ্টিতে ভালোভাবে ভি
জতে চাই, আগামী শ্রাবণে তুমি আমায় ডাকবে তো? আমি শুনেছি সেবারে শারদীয়ার অষ্টমীর
সকালে তুমি এক অনন্য রূপে সেজেছিলে,
আমি অবশ্য সেবার অষ্টমীতে তোমার
দেখা পায়নি, ইচ্ছে করে তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি,
আগামীর পূজাতে তুমি অপরূপ সাজে
সাজবে তো?
আমি শুনেছি তুমি এবারের বসন্তে দোল খেলোনি, আমিও তো এবার তোমায় নানা রঙে রাঙিয়ে
দিতে পারিনি,
তবে আগামী বসন্তে তোমায় রাঙিয়ে দিতে চাই, তুমি আমার দরজায় আসবে তো?


বিথারি, উত্তর চব্বিশ পরগনা
২০ জুন, ২০২৪