তোমার মনে আছে?
একবার আমার হাতদুটো ধরে তুমি বলেছিলে
অন্তত একটি বার আমার জন্য কবিতা লেখো!
আমার এই হাত আজ অনেক খারাপ কাজের সাক্ষী
এখন অবশ্য আমাকে ছোঁয়া তো দূর আমার সংস্পর্শে আসার সাধ্য তোমার নেই ।
তখনকার চেয়ে ঢের বেশি ভালো আছি এখন,
তোমার সঙ্গে বিচ্ছেদ আমায় শক্তি যোগায়
কবিতা লিখতে।
এখন আমার প্রতিটা লেখার কেন্দ্রে তোমার অবস্থান
এসব কি তোমার কম পাওয়া বলো?
বারাসাত , উত্তর চব্বিশ পরগনা
১এপ্রিল ২০২৫