যারা কথা দিয়েছিল সুখ-দুঃখে
সময় অসময়ে মানুষের
পাশে দাঁড়াবে তাদের সৃষ্টির
নিপুনতা সঙ্গে নিয়ে,
তারা আজ এই জ্বলন্ত বাংলায়
সুরক্ষার চাদর গায়ে জড়িয়েছে ।
তবে শাসকের মিথ্যে প্রতিশ্রুতি
দেওয়ার সাথে আপনাদের পার্থক্য কোথায় ? শিরদাঁড়ায়?
না ,ওটা গত শুক্রবারে শাসকদের
স্বার্থের হাটে বিক্রি হয়ে গেছে।
এতো আয়োজন এ সব তো ক্ষুধার্ত
যন্ত্রণার উপশমের জন্য ,
আর আপনাদের উপশমের রসদ এখন
ভেজালের সমুদ্রে পাড়ি দিয়েছে।
আপনাদের চারপাশে এখন শাসকের
তৈরি করা মস্ত বড় দেওয়াল,
যে দেওয়াল ভেদ করে যেতে পারেনা
মানুষের ন্যূনতম দুঃখের কথাগুলো
তবে কি দুর্নীতিগ্রস্ত বাংলায় শরৎ আসার
আগেই আপনাদের সুবিশাল শিল্প সত্তা
বিসর্জন দিয়েছেন শাসকদের জলাশয়ে ?

14/09/2024
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা