বিদায় মানে সব শেষ নয় - কাউকে ভুলে
যাওয়া নয় ,বিদায় মানে নয় সকলের সম্পর্কের
শেষে ইতি টেনে দেওয়া ।
বিদায় নিলেও কিছু পড়ে থাকে বেলা শেষের
প্রাঙ্গণে, যার নাম অমূল্য স্মৃতি ।
জানি চিরদিন বসন্তকে সঙ্গে পাব না,
কোথাও যেন মাধুর্যতা বিলিন হতে থাকবে
সময়ের শেষ মুহূর্তে।
প্রস্থান নামক এক অপছন্দ শব্দ মানেই বিদায়ের প্রতিধ্বনি নয় , এ শত শ্বাশত পূর্ণ লাবন্যের
ব্যস্ততায় তবুও যেন হাসি মুখে দীর্ঘশ্বাসফেলে
বিদায় জানিয়ে যেতে হয় এক অজানা গন্তব্যে।


মল্লিকপুর, স্বরূপনগর।