আমার ছদ্ম নাম ছিল সেদিন তোমার পরিচয়
আজ তোমার নামের আগে যুক্ত
হয়েছে একট বেমানান অক্ষর,
যে অক্ষরের সমন্বয়ে আর
লেখা হয়না প্রেমের কবিতা।
বিচ্ছেদের সীমারেখার দূরে ছিল তোমার
অবস্থান আজ তোমার ঠিকানার শেষে
শব্দের অদল বদল ঘটেছে,
যে ঠিকানায় পিয়ন পৌঁছে দিতে
পারেনা আমার চিঠি গুলো।
সেদিন তোমার জন্য বসন্তের রঙিন
স্বপ্ন এসেছিল আমার কাছে,
বসন্ত ফিকে হয়েছে এজীবনের ফাগুনে
যে ফাগুনে তুমি ছিলে একদিন ভালোবাসার ফসল।ভাল থাকার সংজ্ঞা গুলো সেদিন
অনর্গল মুখস্থ ছিল ,
আজ তোমার অভাবে তাও ভুলেছি
তাই তুমি নিজের মতো করে ভালো থেকো।
মল্লিকপুর, স্বরূপনগর।