জানো তয়নিকা বইয়ের শেষ পাতায় কবিতা না লিখেও অথবা প্রেমের স্টাটাস না দিয়েও তোমায় ভালবাসা যায়,
দিন শেষে একবার হলেও খুব নির্জনে তোমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেও ভালোবাসা যায়।
বহুদিন দেখা না করেও কেমন আছো? কি করছো?
কি খেয়েছো? এসব জিজ্ঞেস না করেও তোমায়
ভালবাসা যায় তয়নিকা,
তয়নিকা তোমার জন্য বছরের পর বছর সময়ের প্রহর গুনেও অপেক্ষায় ভালোবাসা যায়।
ভালবাসা যায় চোদ্দই ফেব্রুয়ারি তোমায় গোলাপ না দিয়েও।
আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি তা জানি না তবে তোমার সুখে দুঃখে সময়ে অসময়ে ভালোবাসি।
যেমন শ্রীকান্ত পার্বতীকে ভালবেসেছিল ঠিক তেমন।
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
১লা ডিসেম্বর, ২০২৪