আমায় কিছুটা দুঃখ দিও
যতটা দুঃখ পেলে কবিতা লেখা যায় ,
অপেক্ষার বারো মাসে প্রতিটা দিনে
আমায় বঞ্চিত করো ,
যতটা বঞ্চিত হলে একাকিত্বের স্বাদ অনুভব করা যায়।
আমায় কিছুটা প্রেম দিও ,
যতটা প্রেমের সঞ্চয় হলে ভালোবাসা এবং হৃদয়ের মধ্যে বনাম শব্দটা প্রাধান্য পায় ।
আমাকে সহিষ্ণুতা দিও প্রাণ ভরে
যতটা সহিষ্ণুতা পেলে একটা বই তোমার নামে উৎসর্গ করা যায়।
বারাসাত ,উত্তর ২৪ পরগনা
২৪শে ডিসেম্বর