এমন একটা বৈশাখ আসুক
যেখানে রবির গানে ভাঙবে ঘুম,
সঙ্গে এমন একটা মানুষ আসুক
যার অস্তিত্বে থাকবে ভালোবাসার মরশুম।
এমন একটা জ্যৈষ্ঠ আসুক
যেখানে প্রতিটা সন্ধ্যা হবে ভীষণ রঙিন,
সঙ্গে এমন কেউ আসুক
যার সুখের খোঁজে কাটবে রাতদিন।
এমন একটা আষাঢ় আসুক
যেখানে দুপুর গড়াবে কথায় গল্পে,
সঙ্গে এমন একটা মানুষ আসুক
যার দাক্ষিণ্যতায় জীবন ভরে উঠবে খুব স্বল্পে।
এমন একটা শ্রাবণ আসুক
যেখানে মনের উপর বাড়বে নিম্নচাপ,
সঙ্গে এমন কেউ আসুক
যার হৃদয়ের দূরত্ব করা যায় না পরিমাপ।
এমন একটা ভাদ্র আসুক
যেখানে সৌহার্দ্যতার ছায়া পরস্পর বিপরীতমুখী,
সঙ্গে এমন একটা মানুষ আসুক
যার অতৃপ্তির আস্তরণের উচ্চতা অসুখী।
এমন একটা আশ্বিন আসুক
যেখানে আকাশ থাকবে অল্প নীল,
সঙ্গে এমন কেউ আসুক
যার কাশফুলের হিসেব হবে বড্ড গরমিল।
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
১৯ ডিসেম্বর, ২০২৪