আমিও তো মানুষ আর পাঁচজনের মতো আমারও দুটো হাত দুটো পা আছে,
ওই কলকাতা শহরের দু দশটা পত্রিকায় বইতে
কবিতা গল্প বেরোলেই আমি কবি হয়ে যাই না, লেখক তো অনেক দূরের কথা ।
আমিও তো মানুষ, পুরস্কারের পর পুরস্কার হাতে সুসজ্জিত মঞ্চে ছবি তুলে সোস্যাল মিডিয়ায়,
পোস্ট করলেই আর জীবন থেকে দুঃখ চলে যায় না
এ তো সব ক্ষণিকের আনন্দ ।
সেই চিরাচরিত দুঃখগুলো আমার বন্ধু হতে চায় বারবার আমিও তো মানুষ,
প্রায়ই আমারও মনে হয় ওই একঘেয়েমি কবিতার কল্পনার কথা থেকে বেরিয়ে এসে বাস্তবে তাকে নিয়ে সময় কাটাই প্রিন্সেপ ঘাটে ভাঙা নৌকার উপর।
আমিও তো মানুষ ,আমারও ইচ্ছে হয় শুধু বইয়ের পাতায় প্রতিবাদ না করে রাজপথে নেমে পড়ি
সদলবলে ।
সত্যি বলছি আমার বিবেক আমায় বলে যা এক নিমিষে সমাজের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট লাঘব করে আয় কত সহ্য করবে ওরা?
এগিয়ে যাই সেসব শুনে তবে ঘাটতি থাকে সামর্থ্যের।
আমার হাতে কলম থাকলেও যুদ্ধের সাজ পোশাক
নেওয়ার মতো কোনো অর্থ নেই ।
আমিও তো মানুষ,একেবারে সাধারণ নগন্য মানুষ ।
বারাসাত ,উত্তর 24 পরগনা
২৬/১০/২০২৪