স্তিমিত আলোর সামনে ধূসর ভাবে
আমার আমিকে দেখতে চাই,

তবে তখন আমিত্বের স্বনির্ভরতা
বিলীন হয়ে আগামীর পথে পা বাড়িয়ে দেয়।

দুঃসময়ে এতোটাই উত্তেজিত হয়ে যায় মন
যে তখন তাকে নিয়ন্ত্রণ করে কিছু ক্ষতিকারক দ্রব্য,

আসলে আমি হলাম সেই মানুষ যার হাতে বারুদের
স্পর্শ লেগে থাকে আর তাতে আগুন ধরিয়ে দেয় বর্তমান পরিস্থিতি।

এই দীপ্ত শিখার উত্তাপে চিরতরে পুড়ে যায় কিছু
স্মৃতি, তাইতো কোন অজ্ঞাত মানুষের ছায়াতলে
আশ্রয় নিতে চাই নিজস্ব শব্দের অভিধান নিয়ে ।

জানি আমার এই আমি তে মলিনতা আসবে কালের নিয়মে, তবুও এ জীবন শুধু খুঁজে যায় অসহ্য সুখ।

বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
23/09/2024