রক্তাক্ত শরতে এবার পুজো একটু অন্যরকম ,
প্রায়ই একেরপর এক ধর্নায় বসা হকের দাবির জন্য।
তবে আমরা কথা রাখতে পারিনি
পারিনি মনুষ্যত্বের প্রাচীর দিয়ে তিলোত্তমাকে মনে রাখতে।
আমরা প্রতিমার সৌন্দর্য বিচার করতে যাচ্ছি শ্রীভূমি থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে ।
আমরা কথা রাখতে জানি না ওই কথা রাখার ক্ষমতা আমাদের নেই ।
আমরা যারা বলেছিলাম চাঁদা তুলে দশ লক্ষ দেব
সেই আমরাই তো ভুলে গেছি সমাজের ধর্ষিতা দুর্গার বাবা মায়ের কথা।
আমরা ওদের মতো প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি
মনে নেই সুনীল বাবু বলেছিলেন
ওরা কথা রাখতে জানে না।
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
০৯/১০/২০২৪