তুমি চাইলেই বসন্তের শেষ আলোয় যখন আকাশ খেলে সূর্যাস্তের হোলি, তখন আমার বেরঙিন জীবনটা রঙিন হতে পারতো,
তুমি চাইলেই শরতের সব কাশফুল দিয়ে সাজিয়ে দিতে পারতাম তোমার শহর, যে শহরে শেষ ট্রেনে ফিরে যেতে পারতাম আমি।
তুমি চাইলেই একটা কালজয়ী উপন্যাস লিখতে পারতাম, যার প্রথম পাঠিকা হতে তুমি।
তুমি চাইলেই আমরা পায়ে পা মিলিয়ে হেঁটে যেতাম গহীন পাইনের অরণ্যে যেখানে কুয়াশার চাদর আমাদের স্বাগত জানাতো ।
তুমি চাইলেই বছরে দুবার করমন্ডল উপকূলের বৃষ্টিটুকু ধরতে পারতাম দুহাত পেতে, তুমি চাইলেই সমুদ্রের নির্জন সন্ধ্যায় হঠাৎ করেই উত্তাল ঢেউ আছড়ে পড়তে পারতো আমাদের উপর।
তুমি চাইলেই রাত দুপুরে তোমার বেসুরো গলায় গান গেয়ে শোনাতে পারতে, তারপর আমিও হয়তো কবিতা বলতাম অনর্গল।
তুমি চাইলেই একদিন অন্তত আমার হতে পারতে,
তুমি চাইলেই সব স্বপ্ন হাতের মুঠোয় বন্দি হতে পারতো।
তুমি চাইলেই এই জীবনে আমাদের একটা সংসার হতে পারতো ।

বারাসাত উত্তর চব্বিশ পরগনা
৬ মার্চ ২০২৫