জীবনে একটা তুমিরই আক্ষেপ থেকে গেল
যে আক্ষেপ পূরন করতে চেয়েছি শব্দ দিয়ে,
প্রেমের সীমারেখায় বেড়াজাল হিসেবে দিয়েছি
কয়েকটি কবিতা,
কখনো কারিগর হয়ে তোমার সৌন্দর্য্যের বর্ননা
দিতে পারিনি।
ব্যর্থ হয়েই প্রায়ই মাঝরাতে কাগজ কলমের খন্ড যুদ্ধ করেছি,
প্রেমের পরিসর এক আকাশ প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত
হতে চায় বারবার।
তবে কেন কাগজের পর কাগজ না বলা কথা অপ্রকাশিত থাকে?
প্রতিটা শব্দই বলে আমি এতো যে তোমায় ভালোবেসেছি।


বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
10/06/24