এ কি সমাজ ?এখানে প্রতিভার মূল্য সুখ বৈভবের সঙ্গে ব্যস্তনুপাতিক,
এ কি সমাজ ? এখানে মানুষের খাদ্যদ্রব্য লবণ ও দারিদ্রতার প্রতীক।
এ কি সমাজ ? এখানে  হিংসার হাটে স্বল্প দরে বিক্রি হয় মানবতা,
এ কি সমাজ ? এখানে কারুর লেখাগুলোকে তার মৃত্যুর পর বলে কবিতা।
এ কি সমাজ ? এখানে ধর্মের সংজ্ঞা জানতে ধারন করতে হয় বিশেষ বস্ত্র ,
এ কি সমাজ ? এখানে  জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন কোটা অস্ত্র ।
এ কি সমাজ ? এখানে অশিক্ষকরা শিক্ষক সেজে অন্ধকারের পথিক ,
এ কি সমাজ ? এখানে  সাধারণ মানুষেরাও সত্যতা খুঁজতে গিয়ে জ্ঞান শূন্য দিকবিদিক।


বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
24/07/2024