এখানে বসন্ত আসেনি
অভীক মল্লিক
নিম্নবৃত্তরা কখনো এই নগ্ন পৃথিবীর
পরিবেশে বসন্তকে চেনেনি,
ওরা চিনেছে গ্রীষ্ম বর্ষা শীতের
হাহাকারের প্রতিচ্ছবি যে ছবির
চিত্রকর আজ সমাজের শাসক ।
বসন্তের আবিরের ছোঁয়া
গায়ে লাগেনি কখনো,
তবে নামের আগে লেগেছে
অপবাদের তকমা
যার স্মৃতি সেদিনের রক্তাক্ত রাত।
কোকিলের কুহুতানে বসন্তের সুর
এখন আর কানে আসে না,
বরং কানে আসে মিথ্যে
প্রতিশ্রুতি প্রতিধ্বনি যার সময়সীমা
বছর পাঁচেকে।
শরীরের গহ্বরে আধপেটা খাবার
আর মনে কিছুটা প্রেম নিয়ে
ওরাও দুঃখের এই ফাগুনে আহ্বান
জানায় সুখের বসন্তকে।
৪ ঠা এপ্রিল,২০২৪
মল্লিকপুর, স্বরূপনগর