তোমার সঙ্গে এসেছে আজ রং আবিরের
আবরন,
আমাদের প্রানে রং বেরঙের স্মৃতি টুকু থাকু
শুধু স্মরণ।
প্রকৃতির নব সাজের আয়োজনে, হৃদয়ের
রং তুলিতে এঁকেছি বসন্তের কুহু ছবি
আমার মনে।
সখী ওই দেখো নীল দিগন্তে
দোল এসেছে ঋতুরাজ বসন্তে।
সবাই খেলবো রং বেরঙের আবির খেলা
আনন্দের সাথে পালন করবো রঙিন মেলা।
এই ভাবেই কেটে যাক এই দিনের সারাটা বেলা।
দোল যাত্রার পূর্নিমা সন্ধাতে
চারপাশ সাজাবো রজনীগন্ধাতে
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
৪ঠা ডিসেম্বর, ২০২৪