তখন বসন্তের বেলাশেষে ফিকে হচ্ছে রোদ্দুর
গোটা দিনের ছন্দপতন ঘটিয়ে পাচ্ছি অনাবশ্য সুখ,
অসুখের খোঁজে হেঁটে যাচ্ছি অনির্দিষ্ট পথে
বাম অলিন্দে দর্পণে দেখা যাচ্ছে স্পষ্ট তাঁর মুখ ।
সফর শেষে আমার গায়ে জমছে ধুলো
ক্রমশ বাড়ছে হৃদস্পন্দনের গতিবেগ,
শরীর চাইছে তীব্র শীতলতা মনের প্রয়োজন উষ্ণতা
শহরজুড়ে বৃষ্টির অভাব আকাশে ধূসর কালোমেঘ ।
বারাসাত উত্তর ২৪ পরগনা
২০ ই মার্চ ২০২৫