।বড় অহংকারের
-কিশোর কারুণিক


যে দিন স্বাধীনতা শব্দটি প্রথম শুনেছিলাম
সে দিন সমস্ত শরীরে-
স্বাধীনতার কম্পন উঠেছিল।

স্বাধীনতার স্ফুরণ রক্তের সাথে  মিশে গিয়েছিল
চেতনার সাথে মিশে গিয়েছিল
স্বপ্নে, আকুলতায়, ব্যাকুলতায়
বিশ্বাসে, নিঃশ্বাসে
গাঢ় সবুজের মাঝে রক্তিম সূর্য হয়ে-
স্বাধীনতা মিশে গিয়েছিল
পটপট করে উড়া জাতীয় পতাকায়।

পৃথিবীর মানচিত্রে
মেরুদন্ড শক্ত করে দাঁড়াল
বাঙালি
বাংলাদেশ।

সে দিন বিশ্ব অবাক চোখে তাকাল
বিস্ময় চোখে তাকাল
কেউ হিংসার চোখে তাকাল
কেউ কেউ
ভালবাসার চোখে তাকাল
বন্ধুর চোখে তাকাল
মানবিকতার চোখে তাকাল।

এই স্বাধীনতা নিয়ে
অনেক কুনীতি হয়েছে
হয়েছে রক্তাত্ব রক্তক্ষরণ প্রিয় স্বদেশে
হয়েছে নির্যাতন, নিপীড়ন, শোষণ।

স্বাধীনতা
৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে
বাঙালির পরাধীনতার শিকল ছিন্ন করা।

স্বাধীনতা
ভিন্ন মতামত, ভিন্ন  সস্কৃতি          
ভিন্ন  আচার অনুষ্ঠান, ভিন্ন চোখে দেখা
যার যার তার তার
রাষ্ট সবার
গণতন্ত্রের অবাধ মাঠ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

হে তরূণ প্রজন্ম, হে বাঙালি
এসো স্বাধীনতার সুফল ভোগ করি
স্বাধীনতার মূলনীতিতে
একসাথে পথ চলি।

স্বাধীনতা যে
তোমার আমার সকলের
বড় অহংকারের
বড় অহংকারের!