দুর্বোধ্য গদ্য
-কিশোর কারুণিক
তোমার উঞ্চতা
আমাকে পাগল করে দেয়,
তোমার চোখের ভাষায়
হারিয়ে ফেলি আমার আমিত্ব।
তোমার কাছে আসা
পাশে বসা
আদর সুরে কথা বলা
আমাকে সৌকস হতে শেখায়
আমাকে নিষ্ঠাবান হতে শেখায়।
হতভম্ব স্বপ্নগুলো
হারিয়ে যাওয়া ভাষা
আমাকে মোহচ্ছন্ন করে তোলে
সতর্কতা উঁিক দেয়
নিজের অধিকারের প্রতি।
নিটোল সময় নিটোল চাওয়ায়
আত্মহারা মন শরীর
যা আজীবন বহে বেড়াতে-
বেড়াতে
তোমাকে কখনো ভোলা যায় না
হারানো ভয় সব সময়।
আমার তন্ময়ে মিন্ময়ে ভাবনায়
তুমি ইন্দ্রজালের মতো
কখনো ছন্দময়
কখনো দুর্বোধ্য গদ্য