বন্ধ হোক
-কিশোর কারুণিক


আজ আমার বিপক্ষে তুমি
তোমার বিপক্ষে আমি
গোত্রের বিপক্ষে গোত্র
জাতির বিপক্ষে জাতি
ধর্মের  বিপক্ষে ধর্ম।

চারিদিকে অশান্তি ভয়
কখন কী জানি কী হয়
গুলি ককটেল হত্যা
আগুনের বিভীষিকা।

হতবাক আকাশ
সুফলা ধরনী
হতভম্ব মানবিকতা
সভ্যতার হাতছানি
প্রগতির আকুলতা।

হত্যা শেষ কথা হতে পারে না
আগুনের বিভীষিকা
কখনো সুগন্ধি ছড়াতে পারে না
বিদ্বেষ কখনো ভালবাসা জাগাতে পারে না।

যদি মানুষ বলে দাবি করতে হয়
তবে বন্ধ করো হত্যা সন্ত্রাস
সমস্ত কুটিলতা।

ক্ষনেকের জীবন
ভরে উঠুক সৌরভে গৌরবে
প্রতিযোগীতা হোক
মেধার শিক্ষার
সত্য সুন্দরের
বন্ধ হোক অস্ত্রের ঝনঝনানি
দানবের সুতীব্র চিৎকার!