বুঝিনি আমি
কিশোর কারুণিক
্ এই সেই চোখ
যে চোখ তাকিয়ে থাকত অপলক
এই সেই ঠোঁট
মৃদু স্বরে কথা বলত অবিরল ধারায়
এই সেই চলন
ধীর স্থিরভাবে আসতো পাশে
থাকত বসে
কিছুক্ষণ
তারপর লাপাত্তা!
এভাবে চলে গেছে অনেক দিন
বহু বছর
বদলে গেছে অনেক কিছু
বদলে গেছে পথঘাট
বদলে গেছে চোখের দেখা
চুলের রঙ, পাথির ডাক
বদলে গেছে কাছে আসা
কথার সুর!
বদলাই নি এখনো আমি
এখনো বসে থাকি
চেয়ে থাকি
খুঁজি যা মন খোঁজে
বুঝার চেষ্টা করি
যা এখনো বুঝিনি আমি!