হাসিতে
-কিশোর কারুণিক
ঝলসানু মাখা হাসিতে
হৃদয় আমার সিক্ত হলো
উদাসি বাউল মন
একটু এদিক ওদিক তাকাল
নেচে উঠলো আলো
প্রবাহিত হলো সমীরণ।
উদ্দাম স্বপ্নগুলো
অংকিত আশাগুলো
আলপনার মত ভেসে উঠতে লাগলো
জীবনের নিয়মে প্রাণময় শরীর
তোমার চোখের অজানা ভাষা
মেঘ হয়ে শররি মন ছুয়ে গেল ।
বেঁচে থাকার নিয়মে বেঁচে থাকা নয়
ভালবাসার প্রয়োজনে
সুন্দরের সুরভীত মৌবনে
আর একা নয়
এখন তুমি
হাতে হাত রেখে আমি
এখন শুধু আমি আর তুমি