আর নয়
---কিশোর কারুণিক
এখন ফুলের সুগন্ধি উপভোগ করার সময় নই
এখন বেঁচে থাকার লড়াই
চারিদিকে হিংসার প্রবৃত্তি
দুর্বল মানুষগুলোকে নিশ্চিহ্ন করার ছল
যেন ফিওে এসেছে সেই হায়েনার দল
পালাও সাবধান হও
ঐক্যবদ্ধ হও
পাহাড়া বসাও কৌশলী হও
একত্রিত হয়েছে সেই হায়েনার দল
লক্ষ্যে অটুট, মনে সাহসী বল
জম্মভূমিকে ভালবাসি
আমি বাংলাদেশী
এই মাটি আমার পিতৃ পুরুষের
এই আকাশ বাতাস জল
আমার শরীরের বাড়বাড়ন্ত
আমি স্বপ্ন আঁকি অসাম্প্রদায়িক
আমি পথ চলি সোনাল বাংলায়
প্রিয় স্বদেশের বিঞ্চিত মাটি
যেন সোনা আর সোনা
আমি কোথাও যাব না
আমি আমার জম্মভূমিতেই থাকব
ভয় দেখিয়ে কোন লাভ নেই
লুট করবি তবে আয়
দেব এবার উচিৎ জবাব
অনেক কাঁদিয়েছিস আমার মাকে
আর নয় আর নয়
মৃত্যুভয় হাতের মুঠোই
এখন একত্রিত হবার সময়
কাঁদার সময় আর নয়
মুখবুঝে অন্যায় মেনে নেবার সময়
আর নয়
আর নয়