কেমন করে
কিশোর কারুণিক
কেমন করে
কেমন সব হয়ে গেলো
রবি উঠবে
তাই চোখ মেলে তাকিয়ে ছিলাম,
এলো বারি
ভিজিয়ে দিলো চোখের পাতা।
যার জন্য স্বপ্ন গড়া
সে তা দুমড়ে-মুচড়ে দিলো
এ কেমন মানে হয়
কেন ভালোবাসতে যাওয়া
কেন কাউকে কাছে ডাকা।
কেন? কেন?
টাকার ঋণ যদি টাকা দিয়ে শোধ করতে হয়
তাহলে আমি বলছি
আমাকে ভালোবাসার জন্য
আমাকে কাছে পাওয়ার জন্য
তুমি অস্থির হবে, তুমি ব্যাকুল হবে
আমি পছন্দ করেছি সুন্দরকে
আমি মেনে নিয়েছি সত্যকে
আমি ভালোবেসেছি ঈশ্বরের সৃষ্টিকে
আত্মার টানে যদি আত্মা না আসে
ভালোবাসার টানে যদি ভালোবাসা না আসে
সে ভালোবাসার কোনো মূল্য থাকে না
বিশ্বাসের মর্যাদা যদি না থাকে
বিশ্বাস কতোক্ষণ?
যতোক্ষণ প্রাণ
ততোক্ষণ আশা স্বপ্ন বেঁচে থাকা
আশা যদি পূরণ না হয়
স্বপ্ন যদি পূরণ না হয়
দুঃখ কষ্ট কিছুটা আত্মতৃপ্তি
যা হবার হোক
যা হবার তাই হোক।
হারায় না