কবিতাঃ তত্ত্ব
-সঞ্জয় কীর্ত্তনীয়া  

*************
তত্ত্বজ্ঞান ভাবতে গেলে
খেই হারাই ক্ষণে ক্ষণে।

কোথা হতে এলেম আমি
ভবো মাঝে রক্ত মাংসে।

সর্প মনি জননীর পেটে
কেমন খেলা নরমাংসে।

চন্দ্র ঝরে লোহিত পাথারে
তিথি টানে নব অতিথিরে।

উত্তাল দেশে যুদ্ধ বেঁধে
ভাইয়ের দেখা পেলাম পথে।

বোনটি গেলো মৃত্যুর দেশে
কেমন খেলা প্রেম বিহনে।

আজব খেলা হয় যে মনে
বিধির সুতা ছেড়ে নারে।

ভাব সাগরে ডুব দিয়ে দ্যাখ
সব কিছুরই মানে আছে।

শুকনো পাতায় দুগ্ধ বানায়
এমন ময়রা কোথায় আছে।

তত্ত্বজ্ঞান ভাবতে গেলেই
রাখ শোক ক্লেদ রয়না মনে।