কবিতাঃ তিক্ত তনু
       সঞ্জয় কীর্ত্তনীয়া
    
*****************
    তনুর ফাগুন তনু চায়
তিক্ত তনু তনুশ্রী না-পাওয়ায়
    তনু মন তাই তিক্ততায়।

   বহুদিন পর শ্রান্ত তনুমন
শান্তি পেয়েছে তোমার কৃপায়
   ঋণী করলে কি আশায়।

     চৈত্র দাহের হৃদয় অনল
জুড়ালে প্রতি অঙ্গের স্নাত ধারায়
    ক্লান্ত মন তাই শান্তি সুধায়।

        ব্রত মোর জীবদ্দশায়
সুখে যেনো রাখতে পারি তোমায়
       ছেড়ে দিওনা আমায়।

        মুখটি মলিন আর নয়
তাড়িয়ে সব বিপত্তি হবে আলিঙ্গন
    ফাগুনের রঙ্গে তনুর খেলায়।

   ধরা মাঝে হবো দুজনা সুখি
প্রীতির বন্ধনে গড়বো সুখের সিড়ি
    আঁচল তলে রেখ আমায়।