কবিতাঃ তারণ
সঞ্জয় কীর্ত্তনীয়া
**********************
মরণ তারণ কষ্টের নিপিড়ন
প্রতীক্ষণ জীবনের সাথে জড়ায়ে আছে
পরাহত হয় লোকে হতভম্বে।
নির্ভরতা যেথা শুন্যে ঠেকেছে
সংকল্প সেথা ক্ষণেক্ষণে দিক পাল্টাছে
তবুও সুখ খুঁজে চলে লোকে।
জন্ম যখন রক্ত মাংসের
সুখ তার নিশ্চয়ই রয়েছে ধুলির পথে
সংকল্প শঠিকে সুখ আসে।
লোভহীন সত্তা আছে জগতে
দুর্বার গতিতে চলো শঠিক নির্ণয় নিয়ে
সুখ ধরা দিবে মনের অজান্তে।
মরণ তারণ কষ্টের নিপিড়ন
রইবেনা আর শুধইু সময়ের ব্যবধানে
সঠিক নির্ণয় হয় যদি মনে।