কবিতাঃ স্বকীয়তা
                সঞ্জয় কীর্ত্তনীয়া
            
**************************
নিজ আত্মায় বলিদান হয়ে
বেঁচে থাকার মুল্য আছে কি জগতের বুকে
আত্ম বিকিয়ে সুখি নয় কোনো লোকে।

জন্মেই স্বাতন্ত্র্য সকলে বিধিলিপিতে
আত্মশক্তি চর্চা অভাবে প্রতিক্ষণ বলি হয় কিছু লোকে
জ্ঞানের চর্চা নেই এদের দৈনন্দিনে।

খাওয়া ঘুম আর কিছু কাজ নিয়ে
কিছু মানুষ পড়ে রয় নিশি খেলার আনন্দে
খোলা আকাশ দেখেনি কতো মাধুর্য জগতে।

নিজেকে এরা পৃষ্ঠ করে অজ্ঞানতাতে
দাসত্ব জীবনে অভ্যস্ত এরা খাওয়া পারার ঘুমে
এদের জীবন কাটে অন্ধ প্রকোষ্ঠে।

আগামী প্রজন্মের ভবিষ্যত নয় শুধু সম্পদে
বিদ্যা চর্চা যদি না হয় গৃহে পার্বতী প্রজন্ম রবে অন্ধকূপে
স্বকীয়তায় সবাই রয় সুখে।