কবিতাঃ স্বাধীনতা
সঞ্জয় কীর্ত্তনীয়
××××××××××××××××××××
স্বাধীন বলেই আঁকেনা পটুয়া
পাশের বাড়ীর বালিকা বঁধুর
মায়াবী রূপের উলঙ্গ ছবি।
স্বাধীন বলেই কয়েদি জল্লাদ
বিনা আদেশে মারেনা টান
ফাঁসির কাস্টে ঝুলানো দড়ি।
স্বাধীন বলেই ঘরের বঁধুমাতা
করে কি অন্য পুরুষের সাথে
যমুনা ঘাটে প্রেমের জলকেলি।
স্বাধীন বলেই হতো দরিদ্র
ক্ষুদার তাড়নায় করেনা লুন্ঠন
রাজকোষের মজুদ খাদ্য গুলি।
স্বাধীন বলেই রাজ্য মন্ত্রীর হাতে
নেইতো ইচ্ছে খুশি তাঁবেদারী
তবু করছে ইচ্ছে মতন বাহাদুরি।
স্বাধীন বলেই কিছু কর্মকর্তা
ফুলে ফেপে হইছে জলহস্তী
ভুলে গেছ সে প্রজার কর্মচারী।
স্বাধীন বলেই ইচ্ছে খুশি নয়
দেশের সুনাম রেখো সকলি
দেশ মাতা কে বক্ষে ধারণ করি।