কবিতাঃ পল্লী বঁধু
সঞ্জয় কীর্ত্তনীয়া
******************
আশ্বিনের অমানিশা গেছে চলে
এসেছে বারতা কার্তিক আগমনে
নতুন ধানের গন্ধে কৃষাণী আনন্দে
সোনালী ধান মাঠের পরে মাঠে।
কৃষাণী কষ্টের পালে টানবে লাগাম
নতুন আমন ধানের নবান্ন উৎসবে
কষ্টের বোঝা রাখেনা তারা অন্তরে
লালপেড়ে সূতী শাড়ী নিবে নবান্নে।
পল্লী বধূর আনন্দ স্বামীর সোহাগে
চায় না হাই-হিল নবান্ন অনুষ্ঠানে
দু'জন হাটবে আঁকাবাঁকা মেঠোপথে
বুনোফুল গুঁজে দিবে বঁধুর খোপাতে।
সিল্ক রোড়ে হাটছে শিক্ষয়িতা নারী
দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে
পল্লী বঁধু ফসল বুনে রোদ-বৃষ্টি জলে
এ কষ্টের ঋণ শোধ করবো কিসে।
ফিরে যাচ্ছে বর্ষার জল সগর পানে
নতুন বীজ বুনবে কৃষাণ কৃষণী মাঠে
নতুন ধানের পিঠে পুলি করবে বঁধুরা
ক্লান্তির মুখে মিষ্টি মধু রঙ্গিন হাসিতে।