কবিতাঃ নীতি বোধ
         সঞ্জয় কীর্ত্তনীয়া
      
******************
চাওয়া-পাওয়ার মরণের ফাঁদে
        মরছি শুধুই মাথা কুটে
রাত কেটে যায় ভাবতে ভাবতে।

সময় বয়ে যায় কাজের সন্ধানে
      সন্ধ্যা নামে জীবন পথে
আশা তবু হয়না পুরণ এ জীবনে।

একাকী এসেছি ধরণীর ধুলিতে
     ফিরিবার যে উপায় নেই
শূন্য হাতে বনমালীর সেই জগতে।

কিছু পাপ কিছু পূর্ণ যাবেই সাথে
    সেই দিন থাকবেনা জবাব
আসামির কাঠগড়ায় তার সমূখে।

আছো যারাই শৈশব কৈশোর পথে
    ধরো নীতি বোধের শিক্ষারে
নির্মল জীবনের আশা বাঁধো বুকে।

আসামি নয় বিধাতার হবেই প্রিয়
     ক’দিনের খেলা ধুলা শেষে
চাওয়া-পাওয়া নয় রও নীতিবোধে।